স্ক্রীন প্রিন্টিং প্রশিহ্মন-বাংলাদেশে এই প্রথম
�স্ক্রীন প্রিন্টিং প্রশিহ্মন� বাংলাদেশে এই প্রথম
�আপনি কি স্ক্রীন প্রিন্টিং ডিজাইন এবং প্র্যাক্টিক্যাল প্রিন্টিং এর কাজ শিখতে চাচ্ছেন ???
� টি-শার্ট ,থ্রি-পিচ, সোয়েটার,হুডি , টুপি ,জগার্স , ট্রাউজার , জার্সি , শার্ট , ব্যাগ ইত্যাদি উপর স্কিন প্রিন্টিং এর প্রশিহ্মন ।
আপনারা যারা ছাত্র ছাত্রী, নতুন উদ্যোক্তা স্বল্প পুজি নিয়ে স্ক্রীন প্রিন্টিং এর ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই স্ক্রীন প্রিন্টিং প্রশিহ্মন সেন্টার।কাজটি শিখে প্রজেক্ট করুন খুব সহজে এবং অল্প পুজিতে একজন সফল ব্যাবসায়ী হন।
�চিন্তার কোনো কারণ নেই আমরা আপনাদের সব ধরণের সাহায্য করব ।
�প্রিন্টিং এর � সকল ধরনের প্র্যাক্টিক্যাল কাজ ট্রেনিং এ যা যা থাকছে :
�স্কীন প্রিন্টিং এর ডিজাইন এর কাজ (আউট পুট প্রিন্ট)
� ফ্রেম তৈরি ।
� স্ক্রীনের ফ্রেমে ম্যশ কাপড় লাগানো ।
� ম্যাশ কাপড় লাগানোর পর টি.এক্স লাগানো।
� কি ভাবে স্ক্রীনশট দিতে হয় ।
� স্ক্রীনশট দেওয়ার পর ওয়াশ করা ।
� টেবিলে বা মেশিনে কাটিং কাপড় মেজারমেন্ট করা ।
� ফ্রেম রেডি হওয়ার পর কালার এবং ক্যামিক্যাল মিক্স করা।
� স্কাভার দিয়ে কাপড়ে প্রিন্ট বসানো (ফাইনাল ওয়ার্ক)
�আমাদের আরো রয়েছে নিজস্বঃ
�ট্রেনিং করানোর ব্যবস্তা ।
�নিজস্ব কারখানা ।
�নিজেদের তৈরী করা মেশিন।
�কেমিক্যাল শপ।
নিজেই উদ্যোক্তা হউন নিজের মত করে ব্যবসা করুন��
প্রশিক্ষণ
স্ক্রীন প্রিন্ট শুরুর আগে অভিজ্ঞ কারও সহযোগী হিসেবে কিছুদিন কাজ করলে ব্যবসার বিস্তারিত জানা যাবে। এই ব্যবসা করতে হলে কিছুটা লেখাপড়া জানলে ভালো। তাহলে অর্ডার বুঝে নেওয়ার সুবিধা হবে। এছাড়া উদ্যোক্তাকে সৃজনশীল হতে হবে। কারণ নতুন নতুন ধারণা ও ডিজাইন তৈরি করতে না পারলে প্রতিযোগীতায় টিকে থাকা কঠিন হবে। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (কারিগরি স্ক্রীন প্রিন্টিং প্রশিক্ষণ), ” ভর্তি ফর্ম ” সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ নেওয়া সম্ভব।