স্ক্রীন প্রিন্টিং ডিজাইন প্রশিক্ষন
আপনারা অনেকে আছেন যারা স্ক্রীন প্রিন্টিং ডিজাইনকে প্রফেশন হিসেবে নিয়ে জব করতে চান। কিন্তু আমাদের দেশে এই প্রফেশটার তেমন কোন ট্রেনিং সেন্টার নেই। তাই আমি একজন প্রফেশনাল স্ক্রীন প্রিন্টিং ডিজাইনার হিসেবে আপনাদের বলব আপনারা যারা বেকার আসেন তারা ও চাইলে এই কোর্স টি করতে পারেন। এই কাজটি শিখলে – আপনাকে জব খুজতে হবে না জব ই আপনাকে খুজবে।
* তাছাড়া আমরা আপনাকে জবের রিসোর্স দেওয়ার চেস্টা করব।
* আপনি চাইলে ফাইভার এ ও এই কাজটি শিখে আর্ন করতে পারেন।
আপনাদের জন্য এই কোর্স টি ২ ভাগে বিভক্ত করেছি
১ম – গ্রাফিক্স ডিজাইন + স্ক্রীন প্রিন্টিং ডিজাইন
কোর্স ফি থাকবে – ১৫,০০০ টাকা (যারা একেবারে নতুন)
সময় ঃ ২ মাস (৩০ ক্লাশ-৩ ঘন্টা করে)
২য় – স্ক্রীন প্রিন্টিং ডিজাইন
কোর্স ফি থাকবে – ১০,০০০ টাকা (যারা গ্রাফিক্স পারেন)
সময় ঃ ১ মাস ( ২০ ক্লাশ-৩ ঘন্টা করে
আশা করি আপনারা এই কাজের গুরুত্ব বুজবেন।
কাজটি শিখতে চাইলে সরাসরি
কল করুন ঃ
01685756400/01911747112(ferdous)
Admission form :
Menu
Syllabus of screen printing design
adobe illustrator
adobe photoshop
Request For Training date
- Screen printing design work
- Screen printing practical printing work