সিরামিক ম্যাজিক মগ প্রিন্ট ?
ম্যাজিক মগঃ ম্যাজিক মগ হচ্ছে এমন একটি মগ যা সাধারন অবস্থায় কালো থাকে, কিন্তু যখন এই মগে গরম কিছু ঢালা হবে। যেমনঃ চা, কফি কিংবা গরম পানি, তখন আপনার দেয়া ছবি কিংবা যেকোনো লেখা মগের গায়ে ভেসে উঠবে। ঠাণ্ডা হয়ে গেলে তা আবার আগেরমতো হয়ে যাবে।
আপনার মনের মত ছবি ও লিখা দিয়ে প্রিন্ট করে নিতে পারেন কাস্টোমাইজড প্রিন্টেড ম্যাজিক মগ । গরম পানি পড়লেই প্রিন্টেড ইমেজ দেখা যাবে। প্রিয় মানুষের জন্য আদর্শ উপহার। তাছাড়া আপনি নিজেও আপনার স্মরণীয় মুহূর্ত গুলো প্রিন্ট করে রাখতে পারেন বা অন্যকে উপহার দিতে পারেন

Menu