সাবলিমেশন প্রিন্টিং হতে পারে নতুন এক চমৎকার আয়ের উৎস
আজকে আপনাদের নতুন একটি বিজনেস আইডিয়া শেয়ার করছি,
যারা অলরেডি প্রিন্টিং ব্যবসায় আছেন, বা নতুন করে শুরু করতে চাচ্ছেন, অথাব গিফট আইটেমের ব্যবসা আছে তারাও এটি করতে পারেন।
আমরা বার্থডে, ম্যারেজডে, ভ্যালেন্টাইনসডে, বিয়ে সহ নানা অনুষ্ঠানে গিফট দেই কাছের মানুষদের। কিন্তু সে গিফট টি যদি গতানুগতিক ধারার না হয়ে একটু আনকমন হয় তবে সেটা যাকে দিবেন তার খুশির মাত্রাটা অনেক বেড়ে যাবে।
হা আজকে সেটা নিয়েই কথা বলব।
সে ব্যবসাটা করতে আপনার সর্বোচ্চ পুজিঁ লাগবে ১ লাখ টাকার মত।
যা করতে পারবেন
** মগে বা প্লেটে কাষ্টমাইজ পিকচার বা টেক্সট প্রিন্ট
** গেঞ্জিতে মনের মত ডিজাইন সহ ছবি প্রিন্ট
** মেরেজডেতে অর্নামেন্টে দুজনের ছবি
** ভ্যালেন্টাইনস ডে তে মগ, কুশন, রুমাল, এ দুজনের একান্ত ছবি
এ মেশিনটি হলো থ্রি-ডি সাবলিমিশন হিট মেশিন। সাবলিমিশন জগতে এটি একেবারেই লেটেষ্ট সংস্করণ । প্রশ্ন করতে পারেন কি করা যায় এটি দিয়ে। আমার পাল্টা প্রশ্ন কি করা যায়না এটি দিয়ে?
ভিডিওটি দেখেন তাহলেই বুঝবেন কি কি করা যায়।
ভিডিওটি দেখেন তাহলেই বুঝবেন কি কি করা যায়।
এটি হলো এনালগ মগ প্রেস মেশিন। দাম খুব বেশিনা। কিন্তু এটা দিয়েই মাসে লাখ টাকা কামানো যাবে।
লটে যখন অনেক কাজ পাবেন তখন এটা ব্যবহার করতে হবে । দাম খুব বেশিনা।
যারা টি-শার্টে হিট প্রিন্টিং কাজ করতে চান এটি তাদের জন্য
মোটকথা কাষ্টমাইজড যে কোন কিছুতেই সাবলিমিশন প্রিন্ট করা যায়
সিরামিক মগ, কালার চেঞ্জ মগ
চাবির রিং, ক্যপ, টি শার্ট
মাউস, মাউস প্যাড, অর্নামেন্ট,
সহ হাজারো আইটেম।
সিরামিক মগ, কালার চেঞ্জ মগ
চাবির রিং, ক্যপ, টি শার্ট
মাউস, মাউস প্যাড, অর্নামেন্ট,
সহ হাজারো আইটেম।
Menu