মগের ওপর স্ক্রিন প্রিন্ট ?
প্লেইন মগ কেনার পর কেবল ছাপ দিলেই তা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে সিরামিকসের দোকানগুলোর চাহিদার প্রতি নজর রাখা দরকার। অনেক ক্ষেত্রে গ্রাহকের চাহিদাও বোঝা যায়। নকশাও সে রকম করা চাই। প্লেইন মগ পাইকারি কিনতে পাওয়া যায় গুলিস্তান ও নিউ মার্কেটে। প্রতি পিসের দাম ৪৫-৫০ টাকা। তার ওপর স্ক্রিন প্রিন্ট দিতে খরচ হয় ২০-২৫ টাকা। তবে পরিমাণে বেশি হলে খরচও কমে যায়। মগে স্ক্রিন প্রিন্ট দি স্ক্রিন প্রিন্ট দিতে হাতে ঘোরানো বিশেষ ধরনের ফ্রেমের দরকার হয়। এটি পুরান ঢাকার নবাবপুর থেকে কেনা যায়। মূল্য তিন থেকে চার হাজার টাকা। প্রিন্টের স্থায়িত্ব বাড়াতে প্লাস্টিক সোলও ব্যবহার করা হয়।
প্রশিক্ষণ
স্ক্রীন প্রিন্ট শুরুর আগে অভিজ্ঞ কারও সহযোগী হিসেবে কিছুদিন কাজ করলে ব্যবসার বিস্তারিত জানা যাবে। এই ব্যবসা করতে হলে কিছুটা লেখাপড়া জানলে ভালো। তাহলে অর্ডার বুঝে নেওয়ার সুবিধা হবে। এছাড়া উদ্যোক্তাকে সৃজনশীল হতে হবে। কারণ নতুন নতুন ধারণা ও ডিজাইন তৈরি করতে না পারলে প্রতিযোগীতায় টিকে থাকা কঠিন হবে। বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (কারিগরি স্ক্রীন প্রিন্টিং প্রশিক্ষণ), ” ভর্তি ফর্ম ” সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
Menu