কোথায় স্ক্রীন প্রিন্টিং প্রশিক্ষণ নিবেন ?

কোথায় প্রশিক্ষণ নিবেন ???
স্ক্রীন প্রিন্ট ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও সহযোগী হিসেবে কিছুদিন কাজ করলে ব্যবসার বিস্তারিত জানা যাবে। এই ব্যবসা করতে হলে কিছুটা পড়াশোনা জানলে ভালো। তাহলে কাস্টমারের চাহিদা বুঝে সেবা দেয়া সম্ভব হবে।
উদ্যোক্তাকে সৃজনশীল হতে হবে। কারণ নতুন নতুন ধারণা ও ডিজাইন তৈরি করতে না পারলে প্রতিযোগীতায় টিকে থাকা কঠিন হবে।
বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (বিসিক), সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
বেসরকারি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন স্ক্রিন প্রিন্টের ওপর দুই দিনের প্রশিক্ষণ দেয়।
ঠিকানা : House # 20, Road # 11, Sector # 12 ,Uttara Dhaka – 1230 বাংলাদেশে।
অফিস ঃ House # 20, Road # 11, Sector # 12 ,Uttara Dhaka - 1230
কলঃ 01685756400 (WhatsApp / local)

যুবকদের আত্ম কর্মসংস্থানের কথা বিবেচনা করে আল ইসলাম জহুরীয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি স্কিন প্রিন্ট প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যোগাযোগ রাখুন। অতিসত্বর ট্রেনিং সময় সূচী ঘোষণা করা হবে।
নিজে স্বাবলম্বী হয়ে পরিবার তথা দেশ জাতির কল্যাণ বয়ে আনুন